স্টাফ রিপোর্টারঃ বেলায়েত হোসেন ১১ই ডিসেম্বর -২০১৭ তারিখ সময় ৩ ঘটিকায় গফরগাঁওয়ে খায়রুল্লায়হ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক)
গফরগাঁওয়ের “উন্নয়নচিত্র প্রচার ও প্রচারণা” বর্ষ পূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০১৭ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন আমরা ক-জন নামের একটি সংগঠন (১৪জন বিশিস্ট)। এ সংগঠনের মেইন উদ্যোক্তা ময়মনসিংহ জেলার, গফরগাঁও -১০ আসনের মাননীয় সংসদ সদস্য জন নন্দিত জননেতা, তারুন্যের অহংকার জনাব ফাহমি গোলন্দাজ বাবেল এমপি। এমপি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ আজ শুধু আমাদের জীবনেই নয়, পুরো পৃথিবীতেই এক অনন্য দর্শন। পিতার আদর্শ ধারন করে বঙ্গকন্যা শেখ হাসিনার যে উন্নয়ন, সে উন্নয়নের ধারা অব্যাহত আছে আমাদের গফরগাঁওয়ে। ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যাক্ত করেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দিন বাদল সহ আরও আনেক নেত্রী বৃন্দ।