গাজীপুরে দুর্নীতির বিরুদ্ধে লিখে সম্পাদক গ্রেফতার

0
1004

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্ত সংবাদের সম্পাদক ও প্রকাশক সোহরাব হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে পৌর মার্কেটের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত সোহরাব হোসেন জেলার সাংবাদিকদের মধ্যে একমাত্র শারীরিক প্রতিবন্ধী। তিনি লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন।
এর আগে গাজীপুরের যুগ্ম ও সদর সাব-রেজিস্ট্রারের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁদা দাবির অভিযোগে মামলা করেন।
প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণকে কেন্দ্র করে ওই মামলায় তদন্ত ছাড়াই সোহরাব হোসেনকে গ্রেফতার করায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
একাধিক সাংবাদিক ও আইনজীবী আলোকিত নিউজকে বলেন, সংবাদের জেরে মানহানির মামলা হওয়ার কথা। কিন্তু এভাবে চাঁদাবাজির মামলা ও গ্রেফতার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
মুক্ত সংবাদের সম্পাদক কোর্ট হাজতে আলোকিত নিউজকে বলেন, আমি সাব-রেজিস্ট্রারের দুর্নীতি নিয়ে গত বছর থেকে লিখছি। যে শব্দে তার আপত্তি, তিনি প্রতিবাদ দিতে পারতেন। তা না করে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করালেন।
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার জিয়াউল হক আলোকিত নিউজকে বলেন, আমি বিষয়টি মাত্র আপনার কাছ থেকে শুনলাম। মামলা করার আগে সাব-রেজিস্ট্রার কর্তৃপক্ষের অনুমতি নেননি বলেও তিনি নিশ্চিত করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here