নিজেস্ব প্রতিবেদনঃ নতুন গান নিয়ে ব্যস্ত হয়ে পরলেন গায়ক সালমান তবে সম্প্রতি সময়ে তিনি একজন চলচিত্র শিল্পী হিসেবে কাজ করতে বর্তমান তার গাওয়া দুটি গান রেকডিং হয়েছে বলে জানা যায় তার কাছ থেকে। ইতোমধ্যে ২০১৫ সালে তার বেশ কিছু নাটক গানেও পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। শুধু তাই নয় তার গান কিছু দিনের মধ্যে সকল মোবাইল গ্রাহক আমার টিউন হিসেবে সেট করতে পারবেন। তবে তার কাছে জানাযায় তার এক পলক শিরোনামে গানটি সাথে অন্য একজন তরুনও মেধাবী গায়িকা ও দৈত কন্ঠ দিয়েছেন বলে যানাযায়। এই তরুন কন্ঠ শিল্পীর নাম তানিশা বলে জানান গায়ক সালমান। এই মাসের শেষের দিকে তার শুটিং এর কাজ শুরু হবে। তার অন্য আর একটি গান আছে তুই আমার হিরো গানের কাজ কওে থাকবেন বলে জানাযায়। তার গানগুলো ুড়ঁঃঁনব চ্যানেলে পাওয়া যাবে বলে জানান শিল্পী সালমান।