নোমান মাহমুদঃ সাভারের পৌর এলাকা গেন্ডাকে সম্পুর্নরূপে মাদকমূক্ত করার লক্ষে এক ভীন্নধর্মী কার্যক্রম হাতে নিয়েছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে ছোট ছোট দল গঠন করে এলাকার বিভিন্ন বাড়ি ও লোক সমাগম স্থানে গিয়ে মাদকের বিভিন্ন কূ-ফল ও এর ক্ষতিকারক দিকগুলোর কথা উল্লেখ করে কিভাবে মাদকের কড়াল গ্রাস থেকে মূক্ত থাকা যায়, সেই বিষয়ে এলাকার সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকার প্রতিটি পরিবারের অভিভাবকদের তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিনুল কাদিরের নেতৃত্বে গত ৪দিন যাবত চলমান এই কার্যক্রমটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পুলিশের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী জানান, সমাজকে মাদকমুক্ত করার জন্য এটি সময়োপযোগী একটি কার্যক্রম। এতে করে সাধারন মানুষ যেমন সচেতন হচ্ছে, সেইসাথে জনমত সৃষ্টির পাশাপাশি পুলিশের সাথে সাধারন মানুষের একটি বন্ধুসূলভসম্পর্ক সৃষ্টি হচ্ছে। এই প্রসঙ্গে পুলিশের এই কার্যক্রমে অংশ নেওয়া সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন মৈত্র’র কাছে জানতে চাইলে তিনি বলেন, “ পুলিশ জনগনের বন্ধু। শুধু মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করে কিংবা মাদক উদ্ধার করে সম্পুর্নরুপে সমাজকে মাদকমূক্ত করা সম্ভব নয়, এই জন্য প্রয়োজন সচেতনা। আমরা চাই মাদকসেবীরা তাদের অপুরনীয় এই ক্ষতি সম্পর্কে উপলব্ধি করে এই অন্দকার জীবন থেকে ফিরে আসুক। তারা জানুক তারা শুধু নিজেদের ক্ষতি করছে না বরং তার প্রভাব পরছে একজন মাদকসেবীর পরিবার তথা পুরো সমাজের প্রতি। তারা আলোর পথে ফিরে আসুক। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শাহ মিজান শাফিউর রহমান স্যারের নির্দেশনায় এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির স্যারের নেতৃত্বে আমরা ঘরে ঘরে মাদকবিরোধী জনমত সৃষ্টি ও সমাজকে মাদকমূক্ত করার লক্ষে এই কার্যক্রম শুরু করেছি এবং যতদিন এই এলাকা মাদকমুক্ত না হবে ততদিন আমাদের এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।” এসময় এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সাভার মডেল থানা পুলিশের উপ- পরিদর্শক মালেকা বানু, পিএসআই মোঃ শাহ আলম সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।