গ্রামীণ ব্যাংক আইটি প্রতিষ্ঠান জবরদখল দাবী ড. মুহাম্মদ ইউনূস

0
121

গ্রামীণ ব্যাং ক আমাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে বলে অভিযোগ করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ
ইউনূস। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও
সহযোগিতা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি
এ অভিযোগ করেন।
ঢাকার মিরপুর ১ নম্বরে চিড়িয়াখানা সড়কে গ্রামীণ টেলিকম ভবন। ভবনটিতে ড. ইউনূসের ১৬টি কোম্পানি রয়েছে। যার
প্রতিটির চেয়ারম্যান ড. ইউনূস।
গত ১২ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এ ভবনে অবস্থিত আটটি অফিস দখল করে নেওয়া হয় বলে অভিযোগ
করেন অধ্যাপক ইউনূস।

Advertisement

তিনি বলেন, ‘তারা ভবনে তালা মেরে রেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা,
আপনারাই বলেন। তাহলে দেশে আইন–আদালত আছে কিসের জন্য। তারা আদালতে যেতে চায় না। আমরা জীবনে বহু
দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।’
ড. ইউনূস বলেন, ব্যবসার মুনাফার টাকায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গ্রামীণ ব্যাংকের টাকায় হয়নি, যা হয়েছে আইন
মেনে হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here