চাকরি প্রতারণার মামলায় এলজিইডি কর্মচারী গ্রেফতার

0
860

নাজমুন নাহার অপরূপাঃ হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বিভাগের কর্মচারী জাকির হোসেন (৩৮) চাকরি দেয়ার নাম করে ভূয়া নিয়োগপত্র দিয়ে এক মহিলার নিকট থেকে কয়েক দফায় ছয় লাখ ৮০ হাজার টাকা প্রতারণা মূলক ভাবে আতœসাৎ করেছেন। এ ঘটনায় উক্ত প্রতারিত মহিলা আখাউরা থানায় ১৮৬০ সালের দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারার অধীন একটি মামলা দায়ের করেছেন যার নম্বর ৬ (৯) ২০১৭। গ্রেফতারকৃত আসামী জাকির ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মনিয়ন্ধ ইউনিয়নের রাজমঙ্গলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। আখাউড়া থানার পরিদর্শক (ওসি) মোশাররফ হোসেন তরফদার উল্লেখিত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা আমেনা বেগম মাহফুজা নামে এক নারীকে এলজিইডি অফিসে চাকরি দেওয়ার নাম করে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কয়েক দফায় ছয় লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন আসামী জাকির। সর্বশেষ মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ব্যক্তিগত সহকারি রাশেদুল কায়সার জীবনের নাম করেও আসামী জাকির উক্ত নারীর নিকট থেকে প্রতারণা মূলক ভাবে টাকা নেন। ওসি আরও জানান, ইতিপূর্বে জাকির ভূয়া নিয়োগপত্র দিয়ে আমেনাকে রাঙ্গামাটি পাঠায়। আমেনা নিয়োগপত্র ভূয়া বুঝতে পেরে রাশেদুল কায়সার জীবনের শরণাপন্ন হন। পরবর্তীতে তার পরামর্শে আখাউড়া থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত ৮ই সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি থেকে আসামী জাকিরকে গ্রেফতার করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here