চারদলের যুক্তফ্রন্ট বি চৌধুরীর নেতৃত্বে

0
636

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আরেকটি রাজনৈতিক জোট গঠন করা হয়েছে। এই জোটের বাকি তিনটি দল হলো আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। সোমবার রাতে আ স ম আবদুর রবের উত্তরায় বাসায় চারদলের শীর্ষ নেতাদের বৈঠকে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়।

Advertisement

 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এই জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন এই জোটে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম নেই। জানা গেছে, ড. কামাল হোসেন কোনো জোটে থাকবেন না এমনটা আগেই জানিয়ে দিয়েছেন বলেই গণফোরামকে জোটে রাখা হয়নি। ড. কামাল বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন।

এ ব্যাপারে জেএসডি সাধারণ সম্পাদক বলেন, ‘এর আগে জেএসডি সভাপতি আসম আবদুর রবের বাসায় বৈঠকে বসেন ছোট চারটি দলের শীর্ষ নেতারা। তৃতীয় একটি জোট গঠনের লক্ষ্যে এই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এ বৈঠক হচ্ছে।’

এর আগে গত ১৩ জুলাই সন্ধ্যার পর বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতা আ স ম আবদুর রবের আমন্ত্রণে তাঁর উত্তরার ৩ নম্বর সেক্টরের বাসায় যান। এ সময় পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে জানান, অনুমতি ছাড়া সভা করা যাবে না। তখন আবদুর রব বলেন, এটা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান। একপর্যায়ে পুলিশ বের হয়ে বাসার বাইরে অবস্থান নেয়। ওই দিন বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মাহি বি চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের এস এম আকরাম ও সুব্রত চৌধুরী, বাসদের বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বহ্নিশিখা জামালী, জাসদ একাংশের আবদুল মালেক প্রমুখ। এ সময় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারও ওই বাসায় গিয়েছিলেন। তবে মাঝে এই জোট গঠন নিয়ে দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। অবশেষে চারটি দলের সমন্বয়ে আরেকটি নতুন জোট গঠিত হলো। এই জোটের অবস্থান কী হবে তা এখনো পরিষ্কার করেননি নেতারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here