ছাতকে বাউল সাধক দুরবিন শাহর ৯৭তম জন্ম বার্ষিকী পালন

0
1814

আরিফুর রহমান মানিক,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,
ছাতকে জ্ঞানের সাগর মরমি বাউল সাধক দুরবিন শাহের ৯৭তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। ২নভেম্বর ছাতকে উপজেলা অডিটোরিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কেক কেটে এ জন্ম বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি ও দূরবীন শাহ পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল্লাহ খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নূরুন্নাহার চৌধুরি চিনু, সহকারি কমিশিনার (ভূমি) সোনিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ আবরু মিয়া তালুকদার, সৈয়দ আহমদ, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম। সভায় প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে বাউল সাধক দূরবিন শাহের পুত্র আলম শরিফ কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। আলোচনা সভাশেষে বৃহত্তর সিলেটের নামিদামি শিল্পীরা মনোজ্ঞ দূরবীন সংগীত পরিবেশন করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here