আরিফুর রহমান মানিক,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,
ছাতকে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় স্বামির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। উপজেলার দোলারবাজার ইউনিয়নের খাগহাটা গ্রামের মুক্তিযোদ্ধা চেরাগ আলীর তার প্রথম স্ত্রী নাছিমা খানম চৌধুরীর উপর মধ্যযূগীয় কায়দায় নির্যাতন ও যৌতুক না দেয়ায় গত ২৯অক্টোবর বৃহস্পতিবার এঘটনা ঘটে। জানা যায়, মুক্তিযোদ্ধা চেরাগ আলীর বিরুদ্ধে একাধিক বিয়ে করার অভিযোগ উঠে। সে নারী ও শিশু নির্যাতন মামলায় নোয়াখালি জেলা কারাগারে ৬মাসের বেশী সময় জেল হাজতে ছিলেন চেরাগ আলীও ভানু বেগম। পরে জেল থেকে মুক্তি পেয়ে অবশেষে তারা গ্রামের বাড়িতে বসবাস শুরু করলে চেরাগ আলী তার প্রথম স্ত্রীকে যৌতুকের জন্য ব্যাপক নির্যাতন-নিপীড়ন করতে থাকে। তাকে নির্যাতনের ঘটনায় সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামি ও সতিন ভানু বেগমের নামে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেন মুক্তিযোদ্ধার পুত্র ফটিক মিয়া।