ছাতকে স্কুলছাত্রীকে অপহরনের চেষ্টা

0
698

আরিফুর রহমান মানিক,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,
ছাতকে পালপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী নওশিনকে জোর পূর্বক অপহরনের চেষ্টা করেছে দৃর্বৃত্তরা। গত ৪নভেম্বর সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জালালপুর-লামা রসুলগঞ্জ মরহুম আবুল খয়ের সড়কের লক্ষীপাশা গ্রামের সামনে এঘটনা ঘটে। জানা যায়, মুক্তারপুর গ্রামের আব্দুল হকের কন্যা ৭ম শ্রেনীর ছাত্রী ও তার ছোট ভাই ফুজেলকে নিয়ে সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাবার পথে লক্ষীপাশা গ্রামের সামনে একই গ্রামের জনৈক আব্দুল কুদ্দুছের নেতৃত্বে ৩/৪জনের সংঘবদ্ধ দল তাদেরকে জোর পূর্বক গাড়িতে তোলার অপচেষ্ঠা চালায়। এসময় ৬ষ্ট শ্রেনীর ছাত্র ফুজেল অপহরণকারিদের হাতে কামড় মেরে তাদের কবল থেকে দু’জন রক্ষা পায়। এঘটনায় নওশিনের মা মনতেহা আক্তার মুন্নি বাদি হয়ে থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন। ব্যাপারে পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ জানান, অপহরণের কোন ঘটনা ঘটেনি। এটা তাদের পারিবারিক বিরোধ বলে তিনি মন্তব্য করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here