অধ্যক্ষ নুরুন্নবী রহমানী
বাংলাদেশের সেরা আলেম এম এ মান্নান
শিক্ষক গোষ্ঠীর জন্য তাঁর বহু অবদান।
জমিয়তের মুরুব্বী মাওলানা মান্নান
ওই পদে সমাসীন তাঁর সুযোগ্য সন্তান।
জমিয়তের সভাপতি তাঁর জিসমি সন্তান
আমরা হলাম তাঁর রুহানী সন্তান
আমরা সবাই স্বীকার করি তার অবদান
তার বিরোধীতা কারী হবে চির নাদান।
জমিয়তের বিরুদ্ধাচরণ করতে যারা চান
এককালে নিশ্চয় তারা হবে খান খান।
জমিয়তের পথ ধরে করবো শিক্ষাদান
পাবো মোরা এই পথে আলোর সন্ধান।
জমিয়তুল মোদার্রেছীন বিশ্বজোড়া নাম
এই সংঘের নেতাদের জানাই সালাম।