জামালপুর প্রতিনিধিঃ জামালপুর রেলষ্টেশনে হেলাল কমিশনার প্রত্যক দোকানে গাড়িতে , গাড়িতে এবং মসজিদের ভিতরে লোক ডোকিয়ে মসজিদের কেচি গেট লক করে লোক ফিটিং দিয়ে শত শত এবং হাজার হাজার টাকা চাদাঁবাজী করে কোটিপতি বনেগেছেন বলে অভিযোগ উঠেছে। জামালপুর রেলষ্টেশেনে র্দীঘ্য ৫ বৎসর যাবৎ রেলষ্টেশনের দক্ষিন পাশে রেলওয়ের কর্তৃপক্ষের অনুমোতি নিয়ে একটি মসজিদ স্থাপন করেন। ভূমিদষূ নারি নির্যাতন কারী এই হেলাল কমিশনার টাকার বলে ক্ষমতার ধাপট দেখিয়ে এলাকার লোকজনদের বষ করে এই মসজিদের সাধারন সম্পাদক পদে বহাল থেকে মসজিদের এর নামে শত শত হাজার হাজার টাকা চাঁদাবাজী করে কোটি টাকার মালিক বনেগেছেন বলে অভিযোগ উঠেছে। এই হেলাল কমিশনারের দলবহলের চোর এর ও অভিযোগ উঠেছে। এই মসজিদের নাম ”রেলওয়ে জামে মসজিদ” প্রত্যক ওয়াক্তে মসজিদে নামাজ পরতে মুসোলিরা ডোকলেই কেচি গেট লক করে তার পোষ্য লোকজনেরা প্রত্যক কাতারে গামছা ও চাদর নিয়ে বিভিন্ন বইয়ান দিয়ে টাকা তোলে। এই চাঁদাবাজীর অংশ ষ্টেশন মাষ্টার , জি.আর.পি রেলওয়ের ডি.আর.এম, ও ডি.জি.পি পর্যন্ত খাচ্ছে বলে অভিযোগ উঠেছে।