জাসদ ছাত্রলীগ নেতা ওসমান গনী’র মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
451

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সদস্য ও রংপুর জেলা ছাত্রলীগের (জাসদ) সংগ্রামী সভাপতি ওসমান গনী’র নামে দায়েরকৃত মিথ্য মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রংপুর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মিছিলটি রংপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের (জাসদ) এর সাধারণ সম্পাদক জুয়েল রানা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, কারমাইকেল কলেজ শাখার সভাপতি এহেতেশাম জেমি, মহানগর ছাত্রলীগ সদস্য মিঠু, শাকিল প্রমুখ।
বক্তারা, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সদস্য ও রংপুর জেলা ছাত্রলীগের (জাসদ) সংগ্রামী সভাপতি ওসমান গনী’র অবিলম্বে নিঃশ্বর্ত মুক্তি ও তার নামের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানায়। বক্তরা সমাবেশে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে ওসমান গনী’র অবিলম্বে নিঃশ্বর্ত মুক্তি ও তার নামের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে বৃহৎত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here