জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ‘৮০ পয়সা কনসেপ্টে বিশ্বাসী নই’ দিলিপ বড়ুয়া

0
1099

অপরাধ বিচিত্রা প্রতিবেদকঃ রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দিলীপ বড়ুয়া। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ‘৮০ পয়সা কনসেপ্টে বিশ্বাসী নই’ বলে জানিয়েছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। বুধবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘১৪ দল একটা অভিন্ন সত্ত্বা। ২৩ দফার ভিত্তিতে এই স্বত্বটি হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী সংগ্রামী স্বত্ত্ব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে এবং সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। এখানে ৮০ পয়সা বা ২০ পয়সার প্রশ্ন নয়। এখানে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন।’ গত ৮ নভেম্বর বিকেলে কুষ্টিয়ার মিরপুর ফুটবল মাঠে জাসদ আয়োজিত জনসভায় দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এক টাকার মালিক নন, ৮০ পয়সার মালিক। এরশাদ, ইনু, দিলীপ বড়ুয়া ও মেননকে নিয়ে আওয়ামী লীগের এক টাকা হয়েছে। আমরা না থাকলে ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরতে হবে। হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ‘সাম্যবাদী দল বিপ্লবে বিশ্বাসী। আমরা তো গণতান্ত্রিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নই। আমাদের চাওয়া অনেক বেশি। কাজেই সব ব্যাপারে আমরা সন্তুষ্ট নই। আপাতত রাজনৈতিক প্রেক্ষাপটে সন্তুষ্ট রয়েছি।’ তিনি বলেন, ‘বাস্তবতা বিবেচনা করে আগামী (একাদশ সংসদ) নির্বাচনে সাম্যবাদী দল চারটি আসন চাইবে।’ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আরও বলেন, ‘আমাদের মনে হয়, আগামী নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ নির্বাচন ব্যতীত ক্ষমতা হস্তান্তরের অন্য কোন পন্থা দেশে নেই। যদি দুর্ঘটনাবশত অন্য কোন পন্থায় ক্ষমতা হস্তান্তর হয়, তা কোন রাজনৈতিক দলের জন্য সুখকর হবে না।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে জামায়াত-বিএনপি একই পুলে অবস্থা করছে। জামায়াত দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত। এই বিএনপি দিয়ে দেশ ও জনগণের কল্যাণ সম্ভব না।’অর্থনেতিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন দিলীপ বড়ুয়া। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য লুৎফর রহমান, বিরেন সাহা, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here