ট্রাম্পের মৃত্যুদন্ড

291
2416

অপরাধ বিচিত্রা ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে অপমান করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রডং সিনমুনে প্রকাশিত এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।
পত্রিকাটি একইসঙ্গে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকা পরিদর্শণ না করে ফিরে আসায় ট্রাম্প কাপুরুষ হিসেবে আখ্যা দিয়েছে।
অ্যাপেক সম্মেলনে যোগ দিতে গত সপ্তাহে ভিয়েতনাম সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি টুইটারে কিম জং উন সম্পর্কে লিখেন,‘ কিম জং উন আমাকে বৃদ্ধ বলে কেন অপমান করবে, যেখানে আমি তাকে কখনো মোটা ও বেটে বলিনি?’
রডং সিনমুনে প্রকাশিত সম্পাদকীয়তে ট্রাম্পের সমালোচনা করে বলা হয়েছে, ‘ সবচেয়ে জঘন্য যে অপরাধটি যার জন্য তাকে কখনোই ক্ষমা করা যায় না, তা হচ্ছে সর্বোচ্চ নেতার সম্মানে মারাত্মকভাবে আঘাত হানা। তার জানা উচিৎ, তিন স্রেফ একজন জঘন্য অপরাধী যাকে উত্তর কোরিয়ার জনগণ মৃত্যুদণ্ড দিচ্ছে।’
ভিয়েতনাম সফর শেষ করে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া যান মার্কিন প্রেসিডেন্ট। দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকরণ এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শনে গেলে পাঁচ মিনিটের মাথা ফিরে আসেন ট্রাম্প। পরে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণে ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারটি ফিরে আসতে বাধ্য হয়েছে।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম বলা হয়েছে, ‘এটা খারাপ আবহাওয়া ছিল না। আমাদের সেনাদের জ্বলজ্বলে চোখ দেখে তিনি ভীত হয়ে পড়েছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here