চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটস্থ বাগদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রবীণ হোমিও চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. গোপাল চন্দ্র দাশের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১০ নভেম্বর ১৭ইং শুক্রবার। প্রয়াতের আত্মার শান্তি
কামনায় গ্রামের বাড়িতে এইদিন শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করেছেন প্রয়াতের পুত্র ডা. শোভন দাশ ও কন্যা ছন্দা দাশ। ডা. গোপাল চন্দ্র দাশ স্মৃতি সংসদের উদ্যোগে ১ম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও প্রয়াতের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নভেম্বর রবিবার বার্ধক্যজনিত কারণে ডা. গোপাল চন্দ্র দাশ মৃত্যুবরণ করেন।