স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের ডিজিটাল প্রকল্পের আওতাধীন স্নাপ শট মিটার রিডিং প্রজেক্ট কনসরট্রিম অফ এফআর অরবিট এ্যান্ড টিবিবিএস এর কার্যক্রমকে ধ্বংস করার পাঁয়তারা এবং কাজের বিল নিয়ে তালবাহানার অভিযোগে নর্দান ইলেট্রিক পাওয়ার সাফ্লাই (নেসকো) লিমিটেড রংপুর বিতরণ জোনের অফিস ঘেরাও এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রংপুর বিতরণ জোনের অফিসের সামনে স্নাপ শট মিটার রিডিং প্রজেক্ট এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই শান্তিপূর্ণ মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করে। নেসকো লিমিটেড রংপুর বিতরণ জোনের স্নাপ শট মিটার রিডিং প্রজেক্ট এর অফিস ম্যানেজমেন্ট মোছাদ্দেক হোসেন বাপ্পি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপারভাইজার ইনচার্জ রুহুল আমিন, অফিস ম্যানেজমেন্ট রকিবুর রহমান রনি, পাভেল আহমেদ অনিক, দিন ইসলাম মাসুদ, মনির, সৌরভ, মিটার রিডার মাহবুব, রুবেল আহমেদ, সেলিজ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী “শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছর বিদ্যুত উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা রাজস্ব চুরি ও বিভিন্ন অনৈতিক কর্মকান্ড রোধে বেশ কিছু ডিজিটাল প্রকল্প চালু করা হয়। এর মধ্যে স্নাপ শট মিটার রিডিং প্রজেক্ট কনসরট্রিম অফ এফআর অরবিট এ্যান্ড টিবিবিএস অন্যতম। এই প্রজেক্টটি রংপুরে ২০১৬ সালে যাত্রা শুরু করে। এই প্রজেক্ট চালুর পূর্বে বিদ্যুত উন্নয়ন বোর্ড রংপুর জোনে সিস্টেম লস/বিদ্যুত চুরির পরিমাণ ৪০/৫০ ভাগের বেশি ছিলো। কিন্তু এই প্রজেক্টটি শুরু পর থেকে ১ বছরে বিদ্যুত চুরির পরিমাণ ৪০/৫০ থেকে ১০/১২ ভাগে নেমে এসেছে। এছাড়া গ্রাহকের কাছে জমে থাকা কোটি কোটি টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে। বর্তমানে কিছু অসাদু উদ্ধতন কর্মকর্তা এই স্নাপ শট মিটার রিডিং প্রজেক্ট কনসরট্রিম অফ এফআর অরবিট এ্যান্ড টিবিবিএস এর কার্যক্রম বন্ধ করার জন্য নানা রকম পাঁয়তারা করছেন। যার পরিপ্রেক্ষিতে তারা কর্মচারীদের ৪ মাসের বিল বিভিন্ন অজুহাতে বকেয়া রেখেছেন এবং নানা কলাকৌশলে দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি করছেন। এছাড়া কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন রকম বাধার সৃষ্টি করছেন এবং স্নাপ শট মিটার রিডিং প্রজেক্ট এফআর অরবিট টিবিবিএস গ্রাহকদের ভুলভ্রান্তি বুঝিয়ে এই মহান প্রজেক্টের মহত উদ্দেশ্যকে ধ্বংস করার চেষ্টা করছেন। বক্তরা দ্রুত এ সকল সমস্যা দূর করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত এ সমস্যার সমাধাণ করা না হলে পরবর্তীতে বৃহত কর্মসূচি পালন করা হবে।