অনুমোদন ছাড়া ব্লাডব্যাংক চালানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মিরপুরে দুটি বেসরকারি হাসপাতালকে ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। র্যাব সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত কাফরুল থানার সেনপাড়া পর্বতায় আল হেলাল স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালান। এতে র্যাব-২-এর একটি দল অংশ নেয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিতে অনুমোদনহীন ব্লাডব্যাংক পরিচালনা, প্লাজমা সংরক্ষণ ফ্রিজ না থাকা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট রাখা, মেডিকেল টেকনোলজিস্টের কোনো সনদ না থাকা, রি-এজেন্ট সংরক্ষণের জন্য ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রা না থাকা, প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান না থাকা, পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকা, এক্স-রে কক্ষের সামনে নির্দেশক বোর্ড না থাকা, সেবামূল্য তালিকা অপ্রদর্শিত থাকাসহ আরও কিছু অনিয়মের প্রমাণ পান। এসব অনিয়মের দায়ে ওই হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে একই ভ্রাম্যমাণ আদালত পল্লবীর ডিজিল্যাব মেডিকেল সার্ভিসেসে অভিযান চালান। এখানেও আদালত একই ধরনের অনিয়ম দেখতে পান। এ কারণে আদালত এই প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, দুই প্রতিষ্ঠানের ১৪ জনের কাছ থেকে ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।