নোমান মাহমুদঃ সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একের পর এক অভিযানে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছে মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধী চক্র। গত কয়েকমাসে ডিবি উত্তরের বিভিন্ন অভিযানে সাভার-আশুলিয়ায়
বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার সহ ধরা পড়েছে বেশ কিছু সক্রিয় অপরাধী চক্র। এরই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) দিবাগত রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ ও পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল বাশার সাভারের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার ৫০০ শ পিস ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া থানার উত্তর রহমতের বিল এলাকার বদরুদ্দোজার ছেলে মোঃ আমিনুল্লাহ (৩০), পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার লামা থানার লাইনঝীরি গ্রামের ময়না মিয়ার ছেলে মোঃ আমির হোসেন (২০) ও চাঁদপুর জেলার, সদর থানার রঘুনাথপুর গ্রামের মাওলানা ইউসুফের ছেলে তোফোয়েল আহম্মেদ (২৩)। এদের মধ্যে আমিনুল্লাহকে ২০ হাজার পিস, আমির হোসেনকে ১৩ হাজার পিস ও তোফায়েল আহম্মেদকে ৭ হাজার ৫ শ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকের পর আজ (মঙ্গলবার) সকালে ডিবি উত্তরের কার্যালয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান। তিনি আরও বলেন, আটকৃতরা সকলেই শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে অবস্থান করে আশে-পাশের এলাকায় মাদকের সরবরাহ করে আসছিল।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিবি উত্তরের অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ ও ডিবি পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল বাশারসহ গোয়েন্দা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।