ঢাকায় ২০৭ মামলা, গ্রেপ্তার ২৫৩৬

0
85

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ, সংঘর্ষ ও সংঘাতের ঘটনায় ঢাকায় ২০৭টি মামলা হয়েছে। এসব মামলায় ২৭ জুলাই শনিবার পর্যন্ত ২৫৩৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে প্রশাসন।

Advertisement

২৭ জুলাই শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মোঃ ফারুক হোসেন জানায়, ২০৭টি মামলায় ২,৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে আমাদের বাহিনী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২৫২ জন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে এখন তা আড়াল করতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে ‘ব্লক রেইড’ দিয়ে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। অনেককে আটকের পর আদালতে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রেখে নির্যাতন করা হচ্ছে বলে বিএনপি দাবি করেছে।

এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছে নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমান উল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী, রশিদুজ্জমান মিল্লাত, সুলতান সালাউদ্দিন, রফিকুল ইসলাম, আমিনুল হক, নাসিরউদ্দিন আহমেদ অসীম, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

জামায়াতের গ্রেপ্তার হয়েছে, সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, মিয়া গোলাম পরওয়ার, মোবারক হোসাইন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান (পার্থ), জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র এহসানুল হুদা, দন্ত চিকিৎসক সাখাওয়াত হোসেন। বিএনপির প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ জুলাই এক বিবৃতিতে ফখরুল বলে, সরকারি দলের সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে গুলি, টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে শত শত নিরীহ শিক্ষার্থীকে গণহারে হত্যা এবং হাজার হাজার শিক্ষার্থীকে আহত করেছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে। এখন ব্লক রেইড দিয়ে দলীয় নেতা–কর্মী ও শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক নাশকতার অভিযোগে সারা দেশ থেকে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে তারা। এর মধ্যে ঢাকায় ৭১ জন এবং ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে ২১৯ জনকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here