ষ্টাফ রিপোর্টারঃ আজ রবিবার সকাল থেকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকা থেকে আমিন বাজার হয়ে গাবতলী পর্যন্ত তীব্র জানযটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া সাধারন যাত্রিরা। গন্তব্যে পৌছতে বাধ্য হয়ে অনেককে দীর্ঘ পথ পায়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। অন্যদিকে যাত্রিরা অভিযোগ করছেন, অন্যান্য দিনের তুলনায় খুবই সীমিত সংখক গনপরিবহন সড়কে চলাচল করছে, বিশেষ করে ওয়েলকাম, ইতিহাস, বৈশাখী সহ কয়েকটি সিটিং সার্ভিস ব্যাতিত অন্যান্য লোকাল যাত্রি-পরিবহনগুলো আজ সড়কে নেই বললেই চলে। যার দরুন ধামরাই, মানিকগঞ্জ, আশুলিয়া-সাভার হতে ঢাকাগামী যাত্রীদের আরও বেশী ভোগান্তির সম্মুখীন হতে হয়। বাধ্য হয়ে অনেককে মাঝ পথ থেকেই ফিরে যেতে দেখা গেছে।