ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. গভীর শোক প্রকাশ করেন। মন্ত্রী শোক প্রকাশ করে বলেন, জনপ্রিয় ব্যক্তিত্ব আনিসুল হকের কর্মস্পৃহা, রাজধানী উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা ও গৃহীত উদ্যোগ মানুষ শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।