ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগকে ১০টি কম্পিউটার প্রদান করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ আব্দুল হামিদ মিঞা ১ আগস্ট ২০১৭, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ্ ও এসিস্ট্যান্ট প্রফেসর মোঃ আব্দুল জব্বার-এর নিকট কম্পিউটারগুলো হস্তান্তর করেন। এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ্ এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম ও ভাইস প্রেসিডেন্ট মোশতাক আহমেদ এসময় উপস্থিত ছিলেন।