চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ইলিয়াছের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় ইলিয়াছ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত মো. ইলিয়াছ ফটিকছড়ির ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়ন কেঁচিয়া গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সমীর দাশগুপ্ত জানিয়েছেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসিতে ঝুলিয়ে ইলিয়াছের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের মাঝামাঝি চাচাতো বোন সাফিয়া বেগমের সঙ্গে ইলিয়াছের বিয়ে হয়। বিয়ের চার মাসের মাথায় ১৪ অক্টোবর রাতে স্ত্রী সাফিয়াকে গলায় রশি পেঁচিয়ে ইলিয়াছ খুন করে।
সাফিয়ার বাবা রফিক বাদী হয়ে ইলিয়াছকে আসামি করে ভুজপুর থানায় একটি মামলা করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।