বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর পর উইকেট নিয়ে সমালোচনা করেন তামিম ইকবাল। এই সমালোচনার ধরন পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বাংলাদেশের টেস্ট সহ-অধিনায়ক ও কুমিল্লা
ভিক্টোরিয়ান্স অধিনায়ককে তলব করে চিঠি পাঠিয়েছে বোর্ড। চিঠি পাঠানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। তামিম ইকবালও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিসিবি ও তামিমের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র চিঠি পাঠানোর খবর নিশ্চিত করেছে। ঢাকায় দ্বিতীয় দফায় বিপিএল শুরুর পর প্রথম ম্যাচটিই ছিল লো স্কোরিং। ম্যাচ শেষে উভয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম উইকেটের সমালোচনা করেন। তবে তামিমের সমালোচনার ধরন নিয়েই তার ওপর চটেছে বিসিবি। তামিম ইকবাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইকেটকে বলেছিলেন, ‘হরিবল’। পরে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, টি-টোয়েন্টির জন্য জঘন্য উইকেট এটি। তিনি বলেন, সবসময় একটা অজুহাত দেয়া হয় যে টানা খেলা হওয়ায় উইকেট বিরতি পায়নি। কিন্তু এবার তো ১০ দিন পর খেলা হলো। এরপরও এমনটি হওয়ার কারণ সম্ভবত কিউরেটররাই ভাল বলতে পারবেন। যারা খেলা দেখতে এসেছিলেন তাদের জন্য সত্যি এটা হতাশার। তারা এমন একটা ম্যাচের সাক্ষী হলেন যেখানে প্রথমে ৯৭ রান করল দল; জয়ের জন্য অপর দলকেও এ রান তুলতে রীতিমতো লড়তে হলো। খেলতে হলো শেষ ওভার পর্যন্ত।’ গত ২ ডিসেম্বর ওই ম্যাচে প্রথমে ব্যাট করে মাশরাফির রংপুর করে ৯৭ রান। জবাবে তামিমের কুমিল্লা ৯৮ রান তুলতে পেরেছে তিন বল বাকি থাকতে চার উইকেট হাতে রেখে। পরদিন চিটাগং ভাইকিংসকে মাত্র ৬৭ রানে অলআউট করে সিলেট সিক্সার্স।