জেমস একে হামিম: রাজধানীর তুরাগ এলাকায় দীর্ঘদিন যাবৎ পুলিশের কথিত পুলিশের সোর্স ও নামসর্বস্ব পত্রিকার সাংবাদিক ইলিয়াস মোল্লা ওরফে নাচ্চু মোল্লার অত্যাচারে অতিষ্ঠ এখন এলাকাবাসী। অর্ধ শিক্ষিত পুলিশের সোর্স প্রথমে যে কিনা ছিল একজন সামান্য গার্মেন্টস শ্রমিক। বর্তমানে সে তুরাগ থানার অসাধু কিছু অফিসারের অলিখিত নব্য ক্যশিয়ার।
তুরাগ থানার এই অলিখিত নব্য ক্যাশিয়ারের পদ পাওয়ার পর থেকেই তার অপকর্মের মাত্রা আর ও দিনকে দিন বেড়েই চলেছে। দিনে রাতে বেশিরভাগ সময়ই তাকে দেখা যায় তুরাগ থানার ওসি অপারেশন রুমে। তাছাড়া কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করে থানায় ঢুকানোর পর ই শুরু হয়ে যায় তার তদবির। আত্মীয়-স্বজনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আসামি ছাড়িয়ে দেওয়ার পায়তারা করে পুলিশের এই সোর্স। যার বিরুদ্ধে ২০০৭ সালের উত্তরা পূর্ব থানা একটি মানবপাচারের মামলা রয়েছে। তুরাগের মানুষ এখন তার কাছে অনেকটাই জিম্মি হয়ে পড়েছে ।কখনো তার বাড়ি রাজশাহী জেলায় আবার কখনো মাদারীপুর ভাঙ্গা থানায় বলে পরিচয় দিয়ে বেড়ায়। সাধারন চায়ের দোকান হতে ভাসমান পতিতারা কারোও রেহাই নেই তার কাছে। এমনকি ধ উর সরকারি স্কুলের পেছনে প্রায় সাত থেকে আটটি বাড়িতে মাদক ও পতিতা ব্যবসা চলছে তার নিয়ন্ত্রণে। শুধু তাই নয় পুলিশের নাম ভাঙ্গিয়ে এই নাচ্চু মোল্লার অপকর্ম দিন দিন বেড়েই চলেছে। তুরাগ থানার ওসি অপারেশন নামে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তুলে তা নিজেই আত্মসাৎ করছে বলে জানা গেছে। শুধু তাই নয় ইয়াবা যখন উঠতি বয়সী তরুণ-তরুণীদের ধ্বংস করছে তখনই তুরাগ থানা এলাকায় ইয়াবা নামক বড় নেশা ছড়িয়ে দিচ্ছে এই পুলিশের সোর্স ইলিয়াস মোল্লা। অভিযোগ রয়েছে ইলিয়াসের সাগর ওসোহেল রাজদ্বীপ নামের দুই সহযোগী সুন্দরবন কুরিয়া সার্ভিস রূপচাঁদার শুটকি ভেতর করে টেকনাফ থেকে ইয়াবা চালান নিয়ে আসে। যারা ইতিপূর্বে একাধিকবার মাদক মামলায় চালান হয়েছে। শুধু তাই নয় যেকোন মাদক ব্যবসায়ী আটক এরপর এই থানার তদবিরের ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ে। সাধারন মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করলে হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে অভিযুক্ত ইলিয়াস মোল্লা ওরফে নাচ্চু মোল্লা বলেন, ভাই আমি এ ব্যাপারে যতটুকু জানি আমি মামলার জন্য কোটে পাঠাইছি। কেউ যদি কিছু বলে তাতে আমার কিছু মনে হয়না। এ ব্যাপারে তুরাগ থানা ওসি নুরুল মোত্তাকিন জানান,এ বিষয়ে আমার জানা নেই। আমরা উপযুক্ত তথ্য পেলে তাকে গ্রেফতার করবো।