তেলবাহী লাইটারেজ জাহাজের ধাক্কায় ডুবে গেল ফেরি

0
703

পিরোজপুরের কাউখালীতে তেলবাহী লাইটারেজ জাহাজের ধাক্কায় ফেরির তলা ফেটে নদীতে তলিয়ে গেছে চার বাস-ট্রাক । মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে বেকুটিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে । কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন,

Advertisement

পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে বুধবার সাড়ে ১২টার দিকে ইউটিলিটি ৩৬ ফেরিটি নয়টি ট্রাক, কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান নিয়ে বেকুটিয়া প্রান্তের উদ্দেশে রওয়ানা হয় । রাত সোয়া একটার দিকে বেকুটিয়া ঘাট এলাকায় কচা নদীর ভান্ডারিয়া থেকে আসা একটি তেলবাহী লাইটারেজ জাহাজ ফেরিটিকে ধাক্কা দেয়। এতে ফেরির তলা ফেটে যায় । তিনি বলেন, এসময় চালক ফেরিটিকে একটি ডুব চরে তুলে দিলে সেটির একাংশ ডুবে কাত হয়ে ফেরির একটি বাস ও তিনটি ট্রাক নদীতে ডুবে যায় । লাইটারেজ জাহাজটি আটক করা সম্ভব যায়নি ।
 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here