আরিফুর রহমান মানিক,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,
ছাতক-বালিউরা-বাংলাবাজার ও ছাতক-জোড়াপানি-নরসিংপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার এক শ্রমিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিক্ষোব্ধ পরিবহন শ্রমিকরা সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়। আহত সিএনজি চালক নরসিংপুর ইউপির বালিউরা গ্রামের আছাদ উল্লাহর পুত্র কয়েছ মিয়া (২৭)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, কয়েক দিন আগে দু’টি রোডের চালকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নোয়ারাই ইউপির সাবেক চেয়ারম্যান হাজি জোয়াদ আলী সালিসের মাধ্যমে নিষ্পত্তি করেন। তথাপি বৃহস্পতিবার সকাল ৮টায় বালিউরা থেকে অনটেষ্ট সিএনজি ফোরষ্ট্রোক যোগে যাত্রি নিয়ে ছাতক আসার পথে জোড়াপানি পয়েন্টে পৌছলে প্রতিপক্ষের হামলার শিকার হয় চালক কয়েছ মিয়া। এসময় তারা গাড়ি ভাংচুর করে সড়কের পাশের ডোবায় ফেলে দেয়। পরে স্থানীয়রা কয়েছ মিয়াকে হাসপাতালে প্রেরণ করেন। এঘটনার প্রতিবাদে বিক্ষোব্ধ শ্রমিকরা দু’টি রোডে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।