পদ্মাসেতুর অপর প্রান্তে মাদারীপুরে নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। এরই মধ্যে ২টি এলাকা নির্ধারণ করে সম্ভাব্যতা যাচাই করছে জাপানী সংস্থা।সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের জন্য গত বছর থেকে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোই শিবচর উপজেলার ‘চরজানাজাত’ ও ‘কাদিরপুর-কুতুবপুর’ এলাকা পরিদর্শন করে সমীক্ষা চালাচ্ছে।
বিমানবন্দর নির্মাণের জন্য ‘চর জানাজাত’ এলাকাকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, মাদারীপুরে আন্তর্জাতিক বিমানবন্দর হলে শিবচর উপজেলা হবে দক্ষিণাঞ্চলের রোল মডেল।
পদ্মার তীরবর্তী হওয়ায় মাদারীপুরে বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের এ সিদ্ধান্ত।