অপরাধ বিচিত্রা ডেস্ক : চট্টগ্রাম থেকে প্রকাশিত অন্যতম দৈনিক পত্রিকা পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকায় একটি হাসপাতালে তিনি মারা যান । দীর্ঘদিন ধরেই তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন । তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক পুর্বকোন সম্পােদকের অকাল মৃত্যুতে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান এস এম মোরশেদ শোক প্রকাশ ও তার রুহের মাগফেরাত কামনা করেছেন।