নোমান মাহমুদঃ ধামরাইয়ে রোকসানা আক্তার (২৫) নামে এক গৃহবধুর দুই পায়ের রগ কেটে তাকে হত্যার চেষ্টা করেছে তারই মাদকাসক্ত পাষন্ড স্বামী মোঃ জয়নাল মিয়া (৩০)। গত ৩০শে অক্টোবর ২০১৭ ধামরাই উপজেলার চৌঠাল গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর আশংকাজনক অবস্থায় ওই গৃহবধুর শশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত গৃহবধুর সাথে কথা বলে জানা যায়, প্রায় ৯ বছর পুর্বে পারিবারের সম্মতিতে রোকসানা আক্তারের বিয়ে হয় ধামরাইয়ের চৌঠাল এলাকার মনছুর মিয়ার ছেলে মোঃ জয়নাল মিয়ার সাথে। বিয়ের পর থেকেই জয়নাল মিয়া নেশাগ্রস্থ হয়ে বিভিন্ন সময় ওই গৃহবধু রোকসানা আক্তারকে মারধর করতো। গত কিছুদিন যাবত জয়নাল মিয়া তার স্ত্রীর সাথে অন্য কোন পূরুষের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ পোষন করে আসছিলো। এরই সুত্র ধরে গত সোমবার দিবাগত রাতে গৃহবধুর স্বামী মোঃ জয়নাল মিয়া নেশাগ্রস্থ অবস্থায় বাসায় ফিরে পিছন দিক থেকে ইট দিয়ে গৃহবধুর মাথার পেছনে আঘাত করার পর সে অজ্ঞান হয়ে পরলে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গৃহবধুর দুই পায়ের রগ কেটে তাকে হত্যার চেষ্টা করে। এসময় ওই গৃহবধুর শশুর মোঃ মনসুর মিয়া টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আহতের স্বামী জয়নাল মিয়া দৌড়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধুর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার আজিমনগর গ্রামে। এই ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।