ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া মেয়র বিএনপির উপজেলা সহ-সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার এক লিখিত আদেশে তাকে বরখাস্ত করা হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়রের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করেই মেয়র মাঈন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বরখাস্তের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তার স্থলে প্যানেল মেয়র কবির হোসেন দায়িত্ব পালন করবেন।
সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মাঈন উদ্দিন মাইনুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী সরেজমিন তদন্ত করেন।
প্রাথমিক তদন্তে মেয়র মাঈন উদ্দিন মাইনুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা মেলে। এ বিষয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দেন।
সেই তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ উপসচিব মো.আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনুকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে মেয়র মাঈন উদ্দিন বলেন, আমাকে বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত বরখাস্তের চিঠি আমার কাছে আসেনি। আমি বিএনপির মেয়র হওয়ায় সরকারি দলের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।