নাঙ্গলকোট ভূমি অফিসের কানুনগো রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0
515

বেলাল হোসেন রিয়াজ, (নাঙ্গলকোট ) কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভূমি অফিসের কানুনগো রফিকুল ইসলামের বিরদ্ধে  দুর্নীতির অভিযোগ উঠেছে।
জানা যায়, কানুনগো রফিকুল ইসলাম জমা খারিজ এর কাগজ  পত্রে  ঘুষ না দিলে কোন স্বাক্ষর করে  না । বিভিন্ন ইউনিয়ন ভূমি  অফিসের তহশিলদারদের  কে অযথা হয়রানী করার অভিযোগ রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান।  টাকা দিলে কাজ করেন, না হলে টেবিলে রেখে যান সময় হলে করে দেব বলে হয়রানী করেন।  এই ছাড়া সরকারী  কোন বিষয়ে তদন্তের দ্বায়িত্ব আসলে, মোটা অংকের উৎকোচের বিনিময় তদন্ত রিপোর্ট পেশ করেন। গত ৮/৩/১৭ সালে উপজেলার ঢালুয়া ইউপির কিনারা গ্রামের মো: জয়নাল আবেদীন ভূইয়ার সাথে  মো: আনোয়ার হোসেনের  জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয় । এই বিষয়ে  জয়নাল আবেদীন  কুমিল্লা এডি এম কোর্টে একটি মামলা দায়ের করেন।। যার মামলা নং-২৩৬/১৭ স্বারক নং-২৮৬, কিনারা মৌজার  আর এস খতিয়ান নং ১৭৩ আর এস দাগ -৯৬৬/৪৭৫ বি এস খতিয়ান নং৩৪৮ বি এস দাগ নং ১৩৩৬ । মূলত ঐ জায়গা বাদীর ৬ শতক সমপত্তি রয়েছে ,কিন্তু বাদী ,বিবাদী মো: আনোয়ার হোসেনের জেঠা থেকে ১০ডিং সমপদ  ক্রয় করেছে বলে দাবী করে। এইবিষয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিশ বসলে ও বাদী উক্ত সমপত্তির কোন কাগজ পত্র দেখাতে পারেনি। ফলে বাদী প্রভাবশালী হওয়া বিবাদীর উপর জুলুম নির্যাতন ও জবর দখল করে যাচ্ছে। আদালতের নির্দেশে তদন্তভার উপজেলার কানুনগোর উপর দ্বায়িত্ব দিলে তিনি সরেজমিনে না গিয়ে অফিসে বসে মোটা অংকের উৎকোচের বিনিময়ে বাদীর পক্ষে তদন্ত রির্পোট দেয়। যুগ যুগ ধরে উক্ত সমপত্তি বিবাদীদের  দখলে রয়েছে । স্বাক্ষী  ও গ্রাম্য শালিশ বৈঠকে সেটা প্রমানিত হয়েছে । বর্তমানে বিবাদী তার দখলকৃত  সমপদের উপর ঘর করতে গেলে  বাদী , বিবাদী কে ভয় ভীতি প্রদর্শন করেছেন। ফলে বিবাদী  দুর্নীতিবাজ  উপজেলা কানুনগো রফিকুল ইসলামের রির্পোটটি বাতিল করে নিরপেক্ষ ভাবে তদন্ত করার জন্য পূনরায় দাবী জানান। এই বিষয়ে নাঙ্গলকোট থানা এ এস আই মো: ইমাম উদ্দিন  জানান , অভিযোগ কৃত সমপত্তিটি আংশিক জয়নাল আবেদীনের দখলে বাকিটা আনোয়ার হোসেনের দখলে রয়েছে । বর্তমানে জায়গাটির উপর ১৪৫ ধারা জারি করা হয়েছে ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here