নিজস্ব প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলনে সোনালী আক্তার নামে এক নারী সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু ও নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে টিটুকে ও সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে ইসরাফিলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার (২০ জুলাই) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সংবাদ সংগ্রহের সময় মারধর ও যৌন হয়রানির শিকার হন ঐ নারী সাংবাদিক। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নির্যাতন করে বলে অভিযোগ করে সোনালী। সোনালী নারায়ণগঞ্জের একটি অনলাইন পোর্টালের সংবাদকর্মী। দুর্বৃত্তরা ম্যাচ লাইট জ্বালিয়ে তার গাল আগুনে ঝলসে দেয়। পুলিশ জানায়, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করেছি। এই ঘটনায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এছাড়া এই ঘটনায় টিটুর সহযোগী হিসেবে দুজনের নাম জানা গেছে। তারা হল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল। তাদেরকেও গ্রেপ্তার করা হবে।
এদিকে নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম। জানা যায়, ইসরাফিলকে সম্প্রতি সংগঠিত নাশকতা-সহিংসতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে আগেও একাধিক নাশকতার মামলা রয়েছে।