মোঃ রাসেল নারায়নগঞ্জ থেকেঃ নারায়নগঞ্জের সোনারগাঁ কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানাযায় কাঁচপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারফ ওমর নির্বাচিত হওয়ায় কপাল পুড়েছে ব্যবসায়ীদের। ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে দুর্নীতিবাজ মোশারফ চেয়ারম্যান। কিছুতেই থামছেনা তার দুর্নীতি, যেন দেখার কেউ নেই। অনুসন্ধানে জানাযায় কাঁচপুর, বিসিকসহ বিভিন্ন এলাকায় প্রায় ২ শতাধিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে।
ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র করতে চেয়ারম্যান অফিসে গেলে মোটা অংকের টাকার বিনিময়ে তা করে আনতে হয়। যে কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স ২/৩ লক্ষ টাকা দিতে হয় ব্যবসায়ীদের। টাকা মোটা অংকের নিলেও ভাউচার দিচ্ছেন ১ থেকে ২ হাজার। ব্যবসায়ীরা চেয়ারম্যান অফিসে এ টাকা পরিমানের ভাউচার চাইলে তারা বলে এটাই আমাদের এখানের নিয়ম। ব্যবসায়ীরা জানান, কাঁচপুর ইউনিয়ন পরিষদের বাটপার চেয়ারম্যান মোশারফের দুর্নীতির কারনে আমাদের ব্যবসা বন্ধ করার পথে। ট্রেড লাইসেন্স প্রতি বাধ্যতামূলক ভাবে ২ থেকে ৩ লক্ষ টাকা নিচ্ছে। অথচ আমাদের টাকার ভাউচার দিচ্ছেন ১ থেকে ২ হাজার টাকার। আমরা প্রতিবাদ করলে আমাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করারও হুমকি দেয়। আওয়ামীলীগের নাম ব্যবহার করে মোশারফ চেয়ারম্যান দলকে কলংকৃত করছে। মোশারফের একদল সন্ত্রাসী বাহিনী রয়েছে। নাম প্রকাশ না করা শর্তে কাঁচপুর এলাকাবাসী বলেন, বাটপার দুর্নীতিবাজ চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী, কাঁচপুর এলাকায় অবৈধ ভাবে ফুটপাত থেকে কোটি কোটি টাকার চাঁদাবাজি করছে মোশারফ বাহিনী। প্রশাসন রহস্যজনক ভাবে তার অপকর্মের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এবং উপরে উপরে আওয়ামীলীগ বিতরে অন্য দল। দুর্নীতিবাজ মোশারফ চেয়ারম্যানের বিষয়ে দুদকের হস্তক্ষেপ কামনাও করছেন ব্যবসায়ীরা। বিসিক শিল্প নগরীর অডিটের চেয়ারম্যান হাজী রহিম উল্যাহ এমপি কাঁচপুর বিসিক শিল্প নগরী এলাকায় পরিদর্শনে আসলে ব্যবসায়ীরা মোশারফ চেয়ারম্যানের দুর্নীতির বিষয়ে বললে এমপি হাজী রহিম উল্যাহ বিষয়টি কতৃপক্ষকে জানিয়ে মোশারফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলে ব্যবসায়ীদের শান্ত করে। উক্ত বিষয়ে কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ওমরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। সরকার দলীয় ও আইন প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)কের হস্তক্ষেপ কামনা করছেন প্রকৃত ব্যবসায়ীরা। দুর্নীতিবাজ মোশারফ চেয়ারম্যানের বিরুদ্ধে আরো নতুন নতুন দুর্নীতির সংবাদ দেখতে অপরাধ বিচিত্রায় চোঁখ রাখুন।