বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান অনেকদিন পরে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা মৌসুমী। গতকাল ৮ ডিসেম্বর সন্ধ্যায় মৌসুমী চুক্তিবদ্ধ হয়েছেন বলে রাইজিংবিডিকে জানান নির্মাতা ইস্পাহানী।
এ প্রসঙ্গে ইস্পাহানী রাইজিংবিডিকে বলেন, ‘মৌসুমীর সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। বেশ কিছু সুপারহিট সিনেমায় একসঙ্গে কাজ করেছি আমরা। গতকাল তিনি আমাদের নতুন সিনেমা ‘নায়ক’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন বছরে সিনেমার শুটিং শুরু করবো।’
যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এই সিনেমায় এর আগে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত অধরা খান চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিলু। প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমী বর্তমানে ‘আমি নেতা হব’ ‘পবিত্র ভালোবাসা’ ‘নোলক’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মৌসুমী অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ সম্প্রতি মুক্তি পেয়েছে।