তফসিল (ধারা ৫৮ দ্রষ্টব্য) ক্রমিক নং ধারা অপরাধের বিবরণ প্রথমবার অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দন্ড পুনরায় একই অপরাধ সংঘটনের জন্য আরোপযোগ্য দন্ড ১ ২ ৩ ৪ ৫
(১) ২৩ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথবা বিষক্রিয়া সৃষ্টিকারী রাসায়নিক দ্রব্য বা
উহার উপাদান বা বস্তু, কীটনাশক বা বালাইনাশক, খাদ্যের রঞ্জক বা সুগন্ধি বা অন্য কোন বিষাক্ত সংযোজন দ্রব্য বা প্রক্রিয়া সহায়ক কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণে ব্যবহার বা অন্তর্ভুক্তি অথবা উক্তরূপ দ্রব্য মিশ্রিত খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ মজুদ, বিপণন বা বিক্রয়। অনূর্ধ্ব পাঁচ বৎসর কিন্তু অন্যূন চার বৎসর কারাদন্ড বা অনূর্ধ্ব দশ লক্ষ টাকা কিন্তু অন্যূন পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। পাঁচ বৎসর কারাদন্ড বা বিশ লক্ষ টাকা অর্থদন্ড বা
উভয় দন্ড।
(২) ২৪ প্রবিধান দ্বারা বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের অধীন নির্ধারিত মাত্রার
অতিরিক্ত পরিমাণ তেজস্ক্রিয়তা সম্পন্ন বা বিকিরণযুক্ত পদার্থ অথবা প্রাকৃতিক বা অন্য কোনভাবে থাকা কোন সমজাতীয় পদার্থ বা ভারী-ধাতু কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণে ব্যবহার বা অন্তর্ভুক্তি। অনূর্ধ্ব চার বৎসর কিন্তু অন্যূন তিন বৎসর কারাদন্ড বা অনূর্ধ্ব আট লক্ষ টাকা কিন্তু অন্যূন চার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। চার বৎসর কারাদন্ড বা ষোল লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(৩) ২৫ কোন ভেজাল খাদ্য বা খাদ্যোপকরণ বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদন অথবা
আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয়। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক
বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। তিন বৎসর কারাদন্ড বা বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(৪) ২৬ মানুষের আহার্য হিসাবে ব্যবহারের জন্য প্রবিধান দ্বারা নির্ধারিত মান অপেক্ষা
নিম্নমানের কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদন অথবা আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয়। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। তিন বৎসর কারাদন্ড বা বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(৫) ২৭ প্রবিধান দ্বারা নির্ধারিত মাত্রার অতিরিক্ত পরিমাণ খাদ্য সংযোজন-দ্রব্য বা প্রক্রিয়াকরণ-সহায়ক দ্রব্য কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণে ব্যবহার বা অন্তর্ভুক্তি অথবা উক্তরূপে প্রস্তুতকৃত কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয়। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। তিন বৎসর কারাদন্ড বা বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
১ ২ ৩ ৪ ৫
(৬) ২৮ খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণে কোন ভেজাল দ্রব্য মিশ্রিত করিবার উদ্দেশ্যে, শিল্প-কারখানায় ব্যবহৃত তৈল, বর্জ্য বা কোন ভেজালকারী দ্রব্য খাদ্য স্থাপনায় রাখা বা
রাখিবার অনুমতি প্রদান। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন একবৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। তিন বৎসর কারাদন্ড বা
বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(৭) ২৯ মেয়াদোত্তীর্ণ কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ আমদানি, প্রক্রিয়াকরণ, অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক তিন বৎসর কারাদন্ড বা বার লক্ষ টাকা অর্থদন্ড বা মজুদ, সরবরাহ বা বিক্রয়। বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা কিন্তু অন্যূন চার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। উভয় দন্ড।
(৮) ৩০ প্রবিধান দ্বারা বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের অধীন নির্ধারিত মাত্রার
অতিরিক্ত পরিমান কীটনাশক বা বালাইনাশকের অবশিষ্টাংশ, পশু বা মৎস্য-রোগের ঔষধের অবশিষ্টাংশ, হরমোন, এন্টিবায়োটিক বা বৃদ্ধি প্রবর্ধকের অবশিষ্টাংশ, দ্রাবকের অবশিষ্টাংশ, ঔষধ-পত্রের সক্রিয় পদার্থ, অণুজীব বা পরজীবী কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণে ব্যবহার বা অন্তর্ভুক্তি অথবা উক্তরূপ দ্রব্য মিশ্রিত কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ মজুদ, বিপণন
বা বিক্রয়। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা
কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। তিন বৎসর কারাদন্ড বা বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(৯) ৩১ প্রবিধান দ্বারা বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের অধীন নির্ধারিত পদ্ধতিতে
অনুমোদন গ্রহণ ব্যতিরেকে বংশগত বৈশিষ্ট পরিবর্তনকৃত বা সংশোধিত খাদ্য,জৈব-খাদ্য, করণ-সম্পাতকৃত খাদ্য, স্বত্বাধিকারী খাদ্য, অভিনব খাদ্য, ব্যবহারিক খাদ্য, বিশেষ পথ্য হিসাবে
ব্যবহৃত খাদ্য, নিউট্রাসিউটিক্যাল এবং উক্তরূপ অন্যান্য খাদ্য উৎপাদন, আমদানি, ্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয়। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। তিন বৎসর ারাদন্ড বা
বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
১ ২ ৩ ৪ ৫
(১০) ৩২(ক) প্রবিধান দ্বারা বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের অধীন নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ব্যতিরেকে কোন প্যাকেটকৃত
খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, বিতরণ বা বিক্রয়। অনূর্ধ্ব দুই বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক চার লক্ষ টাকা কিন্তু অন্যূন দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। দুই বৎসর কারাদন্ড বা আট লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(১১) ৩২(খ) খাদ্যদ্রব্যের গুরুত্ব বৃদ্ধি করিতে, পরিমান ও পুষ্টিগুণের বিষয়ে, ধারা ৩২ এর দফা (ক) তে উলি খিত লেবেলে কোন মিথ্যা তথ্য বা দাবি বা অপ-কৌশল অথবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য বা রোগ নিরাময়কারী ঔষধি বলিয়া দাবী অথবা উৎস স্থল সম্পর্কে বিভ্রান্তিকর কোন বক্তব্য লিপিবদ্ধ-করণ; অনূর্ধ্ব দুই বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক চার লক্ষ টাকা কিন্তু অন্যূন দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। দুই বৎসর কারাদন্ড বা আট লক্ষ টাকা অর্থদন্ড বা
উভয় দন্ড।
(১২) ৩২(গ) প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মোড়কাবদ্ধভাবে বিক্রয় করিবার এবং মোড়ক গাত্রে উৎপাদন, মোড়কীকরণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উৎস-অনূর্ধ্ব দুই বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক চার লক্ষ টাকা কিন্তু দুই বৎসর কারাদন্ড বা আট লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। সনাক্তকরণ তথ্যাবলী স্পষ্টভাবে লিপিবদ্ধ করিবার শর্ত প্রতিপালন ব্যতিরেকে প্যাকেটকৃত কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, বিতরণ বা
বিক্রয়। অন্যূন দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(১৩) ৩২(ঘ) প্যাকেটকৃত কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের মোড়কে লিপিবদ্ধ তথ্যাবলী পরিবর্তন করিয়া বা মুছিয়া
কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিক্রয়। অনূর্ধ্ব দুই বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক চার লক্ষ টাকা কিন্তু অন্যূন দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। দুই বৎসর কারাদন্ড বা আট লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(১৪) ৩৩ প্রবিধান দ্বারা বা আপাততঃ বলবৎ অন্য
কোন আইনের অধীন নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ বা প্রক্রিয়া অনুসরণের মানদন্ড ও শর্তের ব্যত্যয় ঘটাইয়া মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হইতে পারে এইরূপ কোন প্রক্রিয়ায় প্রস্তুতকৃত কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ বা বিক্রয়। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা
কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। তিন বৎসর কারাদন্ড বা বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। ১ ২ ৩ ৪ ৫
(১৫) ৩৪ রোগাক্রান্ত বা পচা মৎস্য বা মৎস্যপণ্য
অথবা রোগাক্রান্ত বা মৃত পশু-পাখির মাংস, দুগ্ধ বা ডিম দ্বারা কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ প্রস্তুত, সংরক্ষণ বা বিক্রয়। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক
বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয়
দন্ড। তিন বৎসর কারাদন্ড বা বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(১৬) ৩৫ হোটেল রেস্তোরা বা ভোজনস্থলে পরিবেশন-সেবা প্রদানকারী কর্তৃক, প্রবিধান দ্বারা বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের অধীন নির্ধারিত মানদ-ের ব্যত্যয় ঘটাইয়া দায়িত্বহীনতা, অবহেলা বা
অসতর্কতার মাধ্যমে খাদ্য গ্রহীতার স্বাস্থ্যহানি ঘটানো। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক
বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয়
দন্ড। তিন বৎসর কারাদন্ড বা বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। (১৭) ৩৬ ছোঁয়াচে ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির দ্বারা কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ প্রস্তুত, পরিবেশন বা বিক্রয়। অনূর্ধ্ব দুই বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক চার লক্ষ টাকা কিন্তু অন্যূন দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। দুই বৎসর কারাদন্ড বা আট লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(১৮) ৩৭ ট্রেডমার্ক আইন, ২০০৯ (২০০৯ সনের ১৯ নং আইন) এর অধীন নিবন্ধিত কোন ট্রেডমার্ক ট্রেডনামে বাজারজাতকৃত কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের অনুকরণে অননু-মোদিতভাবে কোন নকল খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ বা বিক্রয়। অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন এক বৎসর কারাদন্ড বা অনধিক ছয় লক্ষ টাকা কিন্তু অন্যূন তিন লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। তিন বৎসর কারাদন্ড বা বার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(১৯) ৩৮ খাদ্য ব্যবসা পরিচালনাকালে, খাদ্যপণ্য অনূর্ধ্ব এক বৎসর এক বৎসর কারাদন্ড বা বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় সংশি ষ্ট পক্ষগণের নাম, ঠিকানা ও রসিদ বা চালান সংরক্ষণ এবং কর্তৃপক্ষ বা তদকৃত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে প্রদর্শন না করা। কিন্তু অন্যূন ছয় মাস কারাদন্ড বা অনধিক দুই লক্ষ টাকা কিন্তু অন্যূন এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। চার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। ১ ২ ৩ ৪ ৫
(২০) ৩৯ আপাততঃ বলবৎ অন্য কোন আইনের অধীন নিবন্ধন বাধ্যতামূলক হইলে উহার ব্যত্যয় ঘটাইয়া, অনিবন্ধিত অবস্থায় কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয়। অনূর্ধ্ব এক বৎসর কিন্তু অন্যূন ছয় মাস কারাদন্ড বা অনধিক দুই লক্ষ টাকা কিন্তু অন্যূন এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। এক বৎসর কারাদন্ড বা চার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(২১) ৪০ খাদ্য ব্যবসা পরিচালনাকালে, কর্তৃপক্ষ বা তদকৃত ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তিকে খাদ্য ব্যবসা সংশি ষ্ট যে কোন পরিদর্শন, তদন্ত, সমুনা সংগ্রহ বা পরীক্ষাকরণে সহযোগিতা না করা। অনূর্ধ্ব এক বৎসর কিন্তু অন্যূন ছয় মাস কারাদন্ড বা অনধিক দুই লক্ষ টাকা কিন্তু অন্যূন এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। এক বৎসর কারাদন্ড বা চার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(২২) ৪১ খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিপণন বা বিক্রয়ের উদ্দেশ্যে, প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করিয়া বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান অথবা মিথ্যা নির্ভরতামূলক বক্তব্য প্রদান। অনূর্ধ্ব এক বৎসর কিন্তু অন্যূন ছয় মাস কারাদন্ড বা অনধিক দুই লক্ষ টাকা কিন্তু অন্যূন এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। এক বৎসর কারাদন্ড বা চার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।
(২৩) ৪২ খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের গুন, প্রকৃতি, মান, ইত্যাদি সম্পর্কে অসত্য র্ণনাসম্বলিত কোন বিজ্ঞাপন প্রস্তুত, মুদ্রণ, প্রকাশ বা প্রচার। অনূর্ধ্ব এক বৎসর কিন্তু অন্যূন ছয় মাস ারাদন্ড বা অনধিক দুই লক্ষ টাকা কিন্তু অন্যূন এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। এক বৎসর কারাদন্ড বা চার লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড।