নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ২০ জনের নামে মামলা

0
57

Advertisement

তন্ময় দেবনাথঃ  নেতাকর্মীদের বিভিন্ন হলকক্ষে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় ২০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

২৬ জুলাই শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন। মামলার এজাহারে প্রায় ৬৭ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের জিনিস লুণ্ঠিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ তথ্যটি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার, অর্থনীতি বিভাগের তোফায়েল আহমেদ তপু, বায়োকেমিস্ট্রি বিভাগের ফজলে রাব্বি, আরবি বিভাগের মাহাদী হাসান মাহির, পপুলেশন সায়েন্সেস বিভাগের মাহাদী হাসান মারুফ, সমাজকর্ম বিভাগের মেহেদী হাসান সজিব, দর্শন বিভাগের আশিকুল্লাহ মুহিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহ পরান, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের দেওয়ান বাঁধন, সিরামিকস বিভাগের তানভীর আহম্মেদ রিদম, অর্থনীতি বিভাগের মনিমুল হক, নেত্রকোনার আবুল কালাম, লোকপ্রশাসন বিভাগের আব্দুল্লাহ আল মেহেদি, অর্থনীতি বিভাগের আল মুহি ফেরদৌস, রসায়ন বিভাগের শাহরিয়ার পলাশ, ফার্মেসি বিভাগের আনারুল, নগরীর মির্জাপুর এলাকার নাইম ও হাসিবুল, বুধপাড়ার হাবিবুর ও আশিকুর রহমান এবং কাজলার শাহরিয়ার আহমেদসহ অজ্ঞাত আরও কয়েকজন।

মামলার বাদী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া বলেন, বঙ্গবন্ধু হলে আমার রুমসহ বিভিন্ন হলে শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। এতে আমার মোটরসাইকেলসহ ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা। ফলে আমাদের প্রায় অনেক টাকার মালামাল ক্ষতি হয়েছে। আমি আতঙ্কিত হয়ে মতিহার থানায় ২০ শিক্ষার্থীর নামে মামলা করেছি। এ বিষয়ে মতিহার থানার ওসি শেখ মোবারক পারভেজ বলেন, কাইয়ুম মিয়া নামের এক শিক্ষার্থী ২০ জনের নামে মামলা করেছেন। এ নিয়ে আমরা কাজ করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here