পটিয়ায় লবনের ট্রাকে ইয়াবার চালান ২ কোটি টাকার

0
852

পটিয়া সংবাদদাকা ‍ঃ বোঝাই ট্রাকে করে ইয়াবা পাচারের সময় র্যাব-৭ এর একটি দল প্রায় দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে। গত বুধবার রাতে পটিয়ার শান্তিরহাট এলাকা থেকে লবণ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে র্যাব এই ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ট্রাকচালক রমজান আলী (৩৪) ও হেলপার মিজানুর রহমান। তাদের দুইজনের বাড়ি রাজশাহী জেলায়।

Advertisement

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল লবণ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার ৪ শ’ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮২ লাখ। লবণ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৭ এর ডিএডি অমল চন্দ্র বাদি হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here