পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলমনগর বরকতিয়া খানকা শরীফের কর্মসূচি

0
934

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলমনগর বরকতিয়া খানকা শরীফ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২ ডিসেম্বর শনিবার আলমনগরস্থ বরকতিয়া খানকা শরীফ ও আফতাবীয়া হাফেজী মাদরাসা হতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস বা মিছিল সকাল ৮টায় বের হয়ে রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজার হয়ে ঐতিহাসিক কারামতিয়া মসজিদে সমবেত হবে। পরে পূণরায় শহর প্রদক্ষিণ করে বরকতিয়া খানকা শরীফে এসে সকাল ১০টায় মিছিলটি শেষ হবে।

Advertisement

মিছিল শেষে কোরআন-হাদীস, ফেকাহ-তফছীর ও বিভিন্ন ইতিহাসের আলোকে মহানবী হুজুরে আকরাম (ছ) এর জীবনী, জন্ম বৃত্তান্ত এবং তাঁর তাজিম-সম্মান ও ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, বৈধতার বিষয়ে স্বপ্রমান্য দুপুর ১২টা পর্যন্ত আলোচনা করা হবে। আলোচনা পেশ করবেন, বরকতিয়া খানকাহ্ শরীফের গদ্দিনসিন শাহ্ আহ্মাদ ছাইদ আহ্মাদী মোজাদ্দেদী পীর সাহেব। পরে মিলাদ ও ফেয়াম অন্তে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের শান্তি-উন্নতির জন্য মহান আল্লাহ পাকের দরবারে মুনাজাত করা হবে। অবশেষে, তবারক বিতরণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here