পলাশে জনমনে স্বস্তি ফেরাতে কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী

0
76

মাহবুব সৈয়দ,নরসিংদী: নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে একটি টহল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা ঘোড়াশাল, পলাশে তাদের নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করেন। টহল কার্যক্রম চলাকালীন সময় দায়িত্বরত কর্মকর্তা ক্যাপটেন রকিব জনসাধারণের অবগতির জন্য মাইকিং  করেন। এসময় তিনি বলেন, “এদেশ আমাদের, এদেশের সম্পদ আমাদের। আমরা যেন কেউ নিজেদের সম্পদ নিজেরা বিনষ্ট না করি। এসকল সম্পদ পুনরায় আমাদের কেই পুনর্নির্মাণ করতে হবে। সরকারি-বেসরকারি যেকোনো ধরনের সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।

Advertisement

তিনি আরও বলেন,বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিট নরসিংদী জেলার ছয়টি উপজেলায় তাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করার ফলে জনমনে স্বস্তি ফিরে আসে।

নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, হিন্দু অধ্যুষিত এলাকা ও মন্দিরের নিরাপত্তা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং অনুরোধকিত যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য এই জেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা জাগ্রত ও প্রস্তুত বলেও জানান এই কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here