অপরাধ বিচিত্রা প্রতিবেদক ঃ সোমবার ৪ ডিসেম্বর অগ্নিসাক্ষী রেখে, লাল বেনারসীতে, সিঁদুরে-ফুলে-চন্দনে বাঙালি কনে সেজে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পাওলি দাম। পাত্র ভারতের গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেব। ধনী পরিবারের সন্তান অর্জুনের পড়াশোনা প্রথমে ইনদওরে, তারপর সান ফ্রান্সিসকোয়। দেশে ফিরে এখন পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত। বছর দুই আগে পাওলির সঙ্গে আলাপ হয় অর্জুনের। এক পুজার পরিক্রমায় ইতালীয় কনসাল জেনারেলের দেয়া পার্টিতে কলকাতায় আসেন অর্জুন। সেই পার্টিতে ছিলেন পাওলিও। সেখানেই পরিচয়।
শনিবার ছিল গায়ে হলুদ, গতকাল রবিবার হয় আইবুড়োভাত। এসব তথ্য জানিয়েছেন পাওলির ভাই মৈনাক দাম।মৈনিক দাম বলেন, আজ সোমবার বিয়ের মূল আনুষ্ঠানিকতা। একেবারে ট্র্যাডিশনাল সাজে সাজবেন দিদি। বিয়ের দিনটা সকলের মতোই ওর কাছেও খুব স্পেশাল। আমরা একসঙ্গে অনেক পার্টিও করেছি। সকলে মিলে একসঙ্গে সময় কাটানো হয় না। দিদির বিয়েতে সেটা হচ্ছে। সবাই চুটিয়ে আনন্দ করছি।অর্জুনের বাড়ি ভারতের গুয়াহাটি। ৬ ডিসেম্বর পাওলিকে নিয়ে গুয়াহাটি যাবেন মৈনাক। পরে সেখানে তার মা-বাবা চলে আসবেন। ৮ ডিসেম্বর অর্জুনের বাড়িতে ঘরোয়া একটি অনুষ্ঠান রয়েছে। আর ১০ ডিসেম্বর ওখানেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন মৈনাক।