পাকিস্তানের সর্বত্র বিক্ষোভে সেনাবাহিনী তলব

0
593

ডেস্ক রিপোর্টঃ

Advertisement

আজ পাকিস্তানে ব্লাসফেমি অভিযোগে বিক্ষোভকারীদের সহিংসতা ঠেকাতে সেনাবাহিনী তলব করা হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের সহিংসতায় আহত হয়েছে অন্তত ২০০ জন। শনিবার বিকালে সেনা মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদন করেছে দেশটির সরকার। বিক্ষোভকারীরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সংযোগকারী সড়ক অবরোধ করে রেখেছে। হাজার হাজার পুলিশ বিপুল সংখ্যক লোককে সরিয়ে দেওয়ার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করেছে। লাহোর, রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের মহাসড়কগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তাহরিকে লাব্বায়েক পাকিস্তান পার্টির নেতা খাদিম হোসেন রিজভির সমর্থকরা ফায়জাবাদ মোড়ে তাঁবু গেড়ে বসে আছে। এতে রাওয়ালপিন্ডির সঙ্গে সড়ক সংযোগ বন্ধ হয়ে আছে। মি রিজভি পাকিস্তানের আইন মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে সহিংসতার শুরু হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here