লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ- তারিখ রাত্রি আনুমানিক ৬-৩০ ঘটিকায় অবৈধভাবে অনুপ্রবেশের সময়, তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর ধবলসুতি বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার বুড়িমারী ইউপির উফারমারা ষোলঘরিয়া মৌজার সীমান্ত মেইন পিলার ৮৩৪/৫ এস যাহার জিআর নং-১৫৫৯৩৮, ম্যাপসিট নং-৭৮বি/১৪ হইতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
বিজিবি সদস্যরা ০১ জন ভারতীয় নাগরিক আটক করেন।কৃষ্ণ কুমার(১৮),পিতা- বাসুদেব পাসোয়ান,সাং-ব্রহ্মত্র, পোস্ট-করমলী,থানা-খাজুলী,জেলা-মধুবনী, বিহার,ভারত।
পরে আটককৃত ভারতীয় নাগরিককে পাটগ্রাম থানায় সোপর্দ করেন।আটককৃত ভারতীয় নাগরিক পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে আছেন।
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে The control of entry act 1952 এর ৪ ধারায় মামলার প্রক্রিয়া চলমান।মামলা সংক্রান্তে প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে পারগাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন বিষয়টি মামলার প্রক্রিয়া চলমান।