মোঃ জাহেদ (কক্সবাজার)ঃ
মোঃ আবু নাঈম মাসুদ। কথায় নয় কাজে বিশ্বাসী একজন মানুষ। তিনি মনে করেন কথার চেয়ে কাজ বেশি করাটায় প্রতিটি মানুষের কর্তব্য হওয়া উচিৎ। গত ৬/৬/০১৬ ইং তারিখ কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উক্ত অফিসে দায়িত্ব নেয়ার পর থেকেই বদলে যায় পাসপোর্ট সেবার চিত্র। স্বস্তি আসে সেবা প্রত্যাশীদের মাঝে। এক কথায় মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত দেশ ব্যাপী উন্নয়নের অংশবিশেষ হিসেবে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসটির আমদল পরিবর্তন সাধিত হয়েছে। সূচনীয় পরিবর্ত স্বদিত এই কর্মকর্তার সাথে আলাপচারীতায় প্রকাশ করেন, এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষনিকের অতিথি হয়ে। দেশ ওজাতীর কল্যাণে যদি ভাল কোন কাজ করে যেতে পারি এই ধরনি যতদিন রবে মানুষ তার সুপল ভোগ করবে। এবং পরকালে তার সুপল পাওয়া যাবে। সব আলো যেমন জ্বালাতে হয়না নিজ থেকেই কিছু আলো জ্বলে উটে, আবু নাঈম মাসুদ তেমনই আলোকিত একজন মানুষ।
কেননা দিন দিন তার সেবায় আলোকিত হয়ে উটছে কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম। তার সুন্দর ব্যবহারে বিমুগ্ধ হন যে কেও। আন্তঃ অহংকার বলতে নেয় যেন কিছুই তার মাঝে। অহংকার বিহীন সৎ মানুষের আত্ম প্রকাশ পায় দালাল দুর্নীতি হীন অতি সহজে পাসপোর্ট পাওয়ার লক্ষে উক্ত অফিসের সেবা প্রার্থীদের এক স্থানে জমায়েত করে নিজ উদ্ধোগে প্রতিদিন ৩০/৪০ মিনিটের জন সচেতনতা মূলক সভার আয়োজন করে সুপরামর্শ প্রধান করে থাকেন। কর্মক্ষেত্র কে অনিয়ম এবং দুর্নীতি বিহীন রাখতে উক্ত আঞ্চলিক অফিসে দায়িত্ব নেয়ার দেড় বছরে পাসপোর্ট গ্রাহক হয়রানি কারি দালাল মূক্ত নির্মুলে নিজ হাতে ধৃত করে পুলিশে সোপর্দ করার মত ভূমিকা পালনে ও রয়েছে তার সাহসিক অবদান। অনিয়ম দুর্নীতির বিপক্ষে সাহসিক অবস্থানের জন্য অনেক সময় রাজনৈতিক প্রভাবের শিকার হয়ে আদালত পর্যন্ত গড়াতে হলেও পিচপা হটেনি এই কর্মকর্তা। নানা প্রতিকুলতা পেরিয়ে মপস্বল এলাকার এই আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বাৎসরিক সাড়ে ৬ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছেন যা পুর্বের তুলনায় অদিক। দায়িত্বে নিজ বিচক্ষণতাকে প্রাধান্যতা দিয়ে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনের পাশাপাশি সৌদি আরব এবং মালয়েশিয়ার মত প্রযোক্তিগত দেশে সুনাম অর্জন করেছেন। যার দ্বরুন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের মহা পরিচালক কতৃক প্রদক্ত শ্রেষ্ঠ কর্মকর্তা-১৬ নির্বাচিত হয়ে সম্মাননা অর্জনে সক্ষম হয়েছেন। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত কয়েকজন সেবা প্রত্যাশীদের সাতে পাসপোর্ট খাতে স্বচ্ছতা এবং সেবার মান জানতে চায়লে খুরুস্কুল এলাকার মোঃ সুহেল নামের হত দরুদ্র এক ব্যক্তি জানান, উক্ত অফিসের প্রধান এই কর্মকর্তার পাসপোর্ট প্রত্যাশীদের প্রতি এমন মানবিক ভূমিকা অতুলনীয়।