ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় রাউন্ডেই দেখা হয়ে যাচ্ছে গকবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আর প্যারিস সেইন্ট জার্মেই’র। সোমবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হলো ড্র। এতে ইংলিশ দলগুলোর তিনটি তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও চ্যালেঞ্জে পড়লো চেলসি আর
টটেনহ্যাম। দ্বিতীয় রাউন্ডে চেলসির প্রতিপক্ষ দারুণ ফর্মে থাকা বার্সেলোনা আর টটেনহ্যামের প্রতিপক্ষ জুভেন্টাস। অন্যদের মধ্যে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ এফসি বাসেল, ইউনাইটেডের প্রতিপক্ষ সেভিয়া, লিভারপুলের প্রতিপক্ষ পোর্তো। প্রথম লেগের খেলা হবে ১৩/১৪ ও ২০/২১ ফেব্রুয়ারির মধ্যে আর দ্বিতীয় লেগের খেলা হবে ৬/৭ থেকে ১৩/১৪ মার্চের মধ্যে।