পুলিশ বিশেষ অভিযান কমলনগরে ১৩ সন্ত্রাসী আটক,গোপন বৈঠকের অভিযোগ

0
771

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের বিশেষ অভিযানে চললরেন্স এলাকা থেকে ১৩ সন্ত্রাসীকে আটক করেছেন পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাতে  উপজেলা চরলরেন্স বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো,মাসুম (২২),রিয়াজ (২২),সফিক (২৮), বাহার (২৫),মোরশেদ আলম (২৫),দিদার হোসেন আহাদ (৩০), নাজিম (২৪),মিরাজ (২২),কামরুল হাসান (২৫),মিজান (২৮),আবদুল খালেক (২৩),স্বপন (১৮) ও আরিফ হোসেন (১৮)।
পুলিশ জানান, বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা নতুন করে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।পরে তাদেরকে অভিযান চালিয়ে আটক করা হয়।আটককৃতরা চরফলকন ও পাটারীরহাট এলাকার বাসিন্দা।
কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান,  রাতে চরলরেন্স বাজার এলাকায় কয়েকজন সন্ত্রাসী নাশকতা ও অপরাধ কর্মকান্ডের বৈঠক করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here