ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় জেনারেল। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন ইতিহাসের মহানায়ক, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি।
আজ রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি ও সংরক্ষণ উপলক্ষে ‘বজ্রকণ্ঠ, শ্রেষ্ঠকণ্ঠ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামে ছাত্রদের সৈনিক হওয়ার আহ্বান জানান। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি তরিকুল ইসলামে সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রাসেল বক্তব্য রাখেন।