প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0
74

অপরাধ বিচিত্রা সংখ্যা ১২ তারিখ ১৯-৮-২০২৪ ইং ২৫ নং পাতায় ‘অগ্রণী ব্যাংক দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাতে জিম্মি শীরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এ কে এম ফজলুল হক । তিনি প্রতিবাদ পত্রে উল্লেখ করেছেন প্রকাশিত সংবাদটি আমার নজরে আসে। প্রকাশিত সংবাদটির ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে আমি অগ্রণী ব্যাংক  পিএলসিতে চাকুরিরত অবস্থায় অনেক বড় বড় শাখায় দায়িত্বরত অবস্থায় ব্যাংকের সুনাম ও ভাবমূর্তী অক্ষুন্ন রেখেছি। এবং শাখাগেুালকে লাভজনক শাখায় পরিণত করেছি। সেই সময় চাকুরিরত অবস্থায় কোন গ্রাহক আমার প্রতি অসন্তষ্ট নন। আমি নিরলস পরিশ্রম করেছি। সেই সময় প্রত্যেক গ্রাহককে সম্মান প্রদর্শন সুচক সেবা দিয়েছি। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় আমার স্ত্রীর বড় ভাই একজন সাংসদ ছিলেন। উল্লেখ যে, তিনি একজন সহজ সরল ও জনদরদি লোক যার বিরুদ্ধে তার এলাকা পাবনায় তার বিরুদ্ধে কোন লোকের কোন অভিযোগ নাই। সাংসদ থাকাটা কোন অপরাধ নয়। তিনি এখনও উক্ত এলাকায় সম্মানের সাথে অবস্থান করছেন।

Advertisement

আমি যদি কোন দলীয় প্রভাব বিস্তার করতাম গত সরকারের শেষ সময়ে যখন জিএম থেকে ডিএমডি পদোন্নতি হয় তাহলে আমি তো ডিএমডি হতেই পারতাম। তাতে কি এটা প্রমাণিত হয় না যে আমি প্রজাতন্ত্রে সেবা ও ব্যাংকের স্বার্থ ছাড়া কিছুই বুঝি নাই? প্রকাশিত সংবাদটি আমার জন্য মান হানিকর ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরুৎসাহজনক।

প্রতিবেদক সংবাদটি প্রকাশের আগে আমার বক্তব্য নেয় নাই। সুতরাং প্রকাশিত সংবাদটি একপেশে ও সংবাদ পত্রের নিয়ম বহির্ভূত। আমি প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানাই। আমার এই প্রতিবাদটি আপনার পত্রিকায় প্রকাশ করে তিনটি কপি আমার দপ্তরে পৌছে দেওয়ার জন্য অনুরোধ জানাই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here