নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে প্রতীকী ফাঁসিতে ঝুলে ক্ষোভ প্রকাশ করেছে চাকরি প্রত্যাশীরা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এই আয়োজন করে।
চাকরিপ্রত্যাশীরা দুঃখ প্রকাশের মাধ্যম হিসেবে একটি প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে। এসময় তার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে ধন্যবাদ জানান। দুপুর সাড়ে বারোটায় পরিষদের সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন, সম্পাদক এম এ আলী, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাসুদসহ ১০জন এই প্রতীকী ফাঁসিতে ঝুলে ক্ষোভ প্রকাশ করেন।